Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শাজাহানপুর, বগুড়া এর ওয়েবপোর্টাল এ আপনাকে স্বাগতম ****২৭/০৯/২০২৪ তারিখে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজারে ** প্রতি কেজি গরুর মাংসের মূল্য ৭২০ টাকা, প্রতি কেজি খাসীর মাংসের মূল্য ৯০০ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগীর মূল্য ১৮৫ টাকা, প্রতি কেজি সোনালী মুরগীর মূল্য ২৬০ টাকা, প্রতি কেজি দেশি মুরগীর মূল্য ৪০০ টাকা, প্রতি হালি ডিমের মূল্য ৫২ টাকা, প্রতি লিটার দুধের মূল্য ৬০ টাকা **** অফিস চলাকালীন সময়ে অনলাইনে প্রাণিসম্পদের সেবা পেতে কল করুন ১৬৩৫৮ নম্বরে*** প্রাণিসম্পদের ডিজিটাল সেবা পেতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Gorur Hut অথবা Vet Care Plus অথবা প্রাণিসেবা অথবা লাইভস্টক ডায়েরি অথবা খামার গুরু অথবা IBS FS Info Desk অথবা FeedMaster***


ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা ঃভিশন ২০২১ অনুযায়ী জনপ্রতি দুধ,মাংস ও ডিমের চাহিদার লক্ষ্যমাত্রা যথাক্রমে ১৫০ মিলি/দিন ১১০ গ্রাম/দিনও ১০৪ টি বছরপুরনের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর বিভিন্ন উদ্দ্যেগ গ্রহন করেছে । ২০২০-২১ সালের মধ্যে কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে দুধ,মাংস,ডিম উৎপাদন যথাক্রমে ৯২.৯৭ , ৬৮.১৮ লক্ষ্য মেট্রিক টন এবং ১৭৬৬ কোটিতে উন্নীতকরণ । গবাদিপশু ও পাখির রোগ নিয়নএণ,নজরদারী,চিকিৎসা সেবার গুনগতমান উন্নয়ন এবং রোগ অনুসন্ধান গবেষনাগার  স্থাপন । দুগ্ধ ও মাংসল জাতের গরু উৎপাদন বৃদ্ধির জন্য কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গরু মহিষের জাত উন্নয়ন । পশু খাদ্যের সরবরাহ বাড়াতে উন্নত জাতের ঘাষচাষ সম্প্রসারণ,টিএআর প্রযুত্তির প্রচলন ও পশু খাদ্যের মান নিয়ন্ত্রন গবেষনাগার  স্থাপন  । তাছাড়া প্রাণিসম্পদের টিকসই উপাদান নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ আমিষের নিরাপত্তা বিধান,আপাময় জনগোষ্ঠীর পুষ্টির চাহিদাপুরণ,রপ্তানী আয় বৃদ্ধি ও অভিষ্ঠ জনগোষ্ঠির অংশ গ্রহনের মাধ্যমে কাঙ্খিত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ ।